মাদারিহাট: নবমীর দিন বৃষ্টিতে বেহাল হয়ে পড়ল বীরপাড়ার দলগাঁও রেল স্টেশন যাওয়ার রাস্তাটি
বীরপাড়ার দলগাঁও রেলস্টেশনে যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। বিশেষ করে ভানুনগর এবং ওই রাস্তার সংযোগস্থলে বছরের পর বছর ধরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ফাটা পাইপ দিয়ে বেরিয়ে আসা জল জমে রয়েছে। সেখানে জল কাদা জমে রয়েছে রাস্তার গর্তে। তার ওপর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। ফলে সঙ্গীন অবস্থা রাস্তাটির। সেখানে প্রায়ই উল্টে যাচ্ছে টোটো। বুধবার নবমীর দিন প্রবল বৃষ্টিতে রাস্তায় জল জমে যায়। প্রতিমা দেখতে বেরিয়ে সমস্যায় পড়েন পূণ্যার্থীরা। ভুক্তভোগীদের অভিযোগ