নলহাটি ১: নলহাটি এক নম্বর ব্লকের পাইকপাড়া গ্রামের ধুলট অনুষ্ঠানকে ঘিরে সংকীর্তন অনুষ্ঠান কর্মসূচি
ধুলোট অনুষ্ঠান একটি বিশেষ ধরনের উৎসব, যা হিন্দু সম্প্রদায়ে বিভিন্নভাবে পালন করা হয়। এই উৎসবে, ভক্তরা ঈশ্বরের প্রতি তাদের ভক্তি প্রকাশ করার জন্য বিভিন্ন কার্যক্রম করে, যেমন- গান, নৃত্য, পূজা এবং প্রার্থনা। এই উৎসবে, ভক্তরা ঈশ্বরের আশীর্বাদ লাভের জন্য প্রার্থনা করে এবং তাদের জীবনকে আরও সুন্দর ও সুখী করতে চায়। নলহাটি থানার অন্তর্গত পাইকপাড়া গ্রামের বারুইপাড়ায় ধুলট অনুষ্ঠানকে কেন্দ্র করে সংকীর্তন করেন গোটা গ্রাম জুড়ে, আজ রাত্রি আটটা নাগাদ সেই চিত্র ধরা