ক্যানিং ১: ক্যানিং মহিলা সমিতির পুজোয় অষ্টমীর রাতে ধুনুচি নাচে মাতলেন মহিলারা
নারী শক্তি বড় শক্তি , প্রমাণ করল ক্যানিংয়ের মহিলা সমিতি পরিচালিত পূজা।এ বছর ১০ তম বর্ষে পূজা। কলকাতার পূজাকে হার মানাবে, গ্রাম বাংলার এই মহিলা পরিচালিত পূজা। অষ্টমীতে ঢাকের তালে ধুনচি নাচের মাধ্যমে মেতে উঠেছে মহিলারা।