কেশপুর: SIR নিয়ে ভোটারদের সহায়তার জন্য খোলা হয়েছে ক্যাম্প, WAR ROOM পরিদর্শন করলেন মন্ত্রী তথা বিধায়িকা শিউলি সাহা।
কেশপুর এলাকায় WAR ROOM পরিদর্শন করেন তিনি, ভোটার সঙ্গে কথাও বলেন তিনি। SIR নিয়ে মানুষদের বিভ্রান্তি এড়াতে সহায়তা ক্যাম্প করা হয়েছে বলে জানা গিয়েছে। বাংলার ভোটাধিকার রক্ষার্থে বাংলার ভোট রক্ষা শিবির WAR ROOM পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী তথা কেশপুর বিধানসভার বিধায়িকা শিউলি সাহা।