ওই যুবক সেখানে একটি গাড়িতে মাটি বুঝাইয়ের কাজ করছিল। হঠাৎ করে মাটির ধস ভেঙ্গে, তার শরীরের উপর পড়ে যায়, সেখান থেকে তাকে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
আমবাসা: আমবাসা থানার অধীনে কুলাই পঞ্চায়েত সংলগ্ন এলাকায়, মাটির ধস করে মৃত্যু ঘটে এক যুবকের - Ambassa News