আগুনে ভষ্মীভূত হয়ে গেল মেয়ের বিয়ের জন্য কিনে রাখা লক্ষাধিক টাকার কাঠ। তাছাড়া আগুনে পুড়ে গিয়েছে বাড়িতে থাকা সেচের পাম্প মেশিন, দুটি সাইকেল, একটি মোটরসাইকেল সহ নানান সামগ্রী। এতে সর্বশান্ত অবস্থা আউশগ্রামের বেরেন্ডা গ্রামের বাসিন্দা কৃষক দিলীপ ঘোষের। ঘটনায় সোমবার আনুমানিক দুপুর ৩টা নাগাদ আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিলীপ ঘোষের বসতবাড়ির গা ঘেঁষেই ছিল রান্নাঘর ও একটি মালপত্র রাখার চালাঘর।