রায়গঞ্জ: গোয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে রায়গঞ্জের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু,দেহ ফেরাতে প্রশাসনের কাছে আবেদন,ঘটনার শোকের ছায়া এলাকায়
গোয়ায় জাহাজে কাজ করার সময় অগ্নিকাণ্ডে রায়গঞ্জের পরিযায়ী শ্রমিক শের আলি (১৮)-র মৃত্যু। ঘটনাটি ঘটে ১৭ অক্টোবর দক্ষিণ গোয়ায়। আর্থিক অসচ্ছলতার কারণে এখনও দেহ ফেরানো যায়নি রায়গঞ্জে। পরিবারের অভিযোগ, শীতগ্রাম পঞ্চায়েতে সাহায্য চাইলেও কোনও সহযোগিতা মেলেনি।