হরিশ্চন্দ্রপুর ২: তিনটি বুথের মানুষের সমস্যা শুনতে সাদলিচকে আয়োজিত সভায় অংশগ্রহণ প্রশাসনিক কর্তা সহ জনপ্রতিনিধিত্বের
আমাদের পাড়া আমাদের সমাধান এই শিবিরের মাধ্যমে মানুষের সমস্যা সমাধান করা হচ্ছে। হরিশ্চন্দ্রপুর 2 ব্লক প্রশাসনের তরফের সাদলিচকে আয়োজিত শিবিরের মধ্য দিয়ে তিনটি ভূতের মানুষের সমস্যা অভিযোগ শুনলেন প্রশাসনিক কর্তা সহ জনপ্রতিনিধিরা।ব্লকের বিডিও সহ জেলা পরিষদ সদস্য তাদের উপস্থিতিতে প্রতিটি বুথের জন্য বরাদ্দ 10 লক্ষ টাকা ব্যয় করে যে কাজগুলি করা হবে সেগুলি শুনলেন। দ্রুত সেই কাজগুলি করে দিয়ে মানুষের সমস্যা সমাধানের বার্তা রাখা হয় প্রশাসনিক কর্তাদের তরফে।