গোসাবা: কচুখালীর বুধবারের বাজারে,৭৬নং বুথের তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে SIR এর বিরোধিতায় প্রতিবাদ সভার আয়োজন করা হলো
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কচুখালী GPর বুধবারের বাজারে ৭৬নং বুথের তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে SIR এর বিরোধিতায় প্রতিবাদ সভার আয়োজন করা হলো শনিবার বিকালে।এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গোসাবা ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক তাপস মন্ডল,কচুখালী অঞ্চল তৃণমূলের সভাপতি দিবাকর মিস্ত্রি,কচুখালী GPর সমস্ত পঞ্চায়েত সদস্য মমতা মন্ডল,৭৬নং বুথের বুথ সভাপতি বাসুদেব মন্ডল সহ ৭৬নং বুথের নেতৃত্ব কর্মী সমর্থকরা ।