কান্দি: আবার হুমায়ুন কবির ইস্যুঃ এবার কান্দিতে সাংবাদিক বৈঠক করে হুমায়ুনের চ্যালেঞ্জ গ্রহণ করলেন কান্দি টাউন তৃণমূল সভাপতি
আবার হুমায়ুন কবির ইস্যুঃ এবার কান্দিতে সাংবাদিক বৈঠক করে হুমায়ুনের চ্যালেঞ্জ গ্রহণ করলেন কান্দি টাউন তৃণমূল সভাপতি হুমায়ুন কবির লাগাতার দল বিরোধী মন্তব্য। বিধায়ক হুমায়ুন কবির কান্দি বিধায়ক অপূর্ব সরকার ও কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক তার বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন। এমনকি ২০ থেকে ১০এ আসন নামিয়ে আনার হুশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবীর।এছাড়াও কান্দিতেও প্রার্থী হওয়ার ঘোষণা করেন তিনি। সেই নিয়ে রবিবার দুপুরে কান্দি নারায়ণ ধার পার্ক গেস্ট হাউসে সাংবা