দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার লোবা গ্রামের আদিবাসী মানুষদের বান্না পরব উপলক্ষে নতুন বস্ত্র ও শীতবস্ত্র উপহার দেওয়া হয়। তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি ও দুবরাজপুর ব্লক কমিটির সদস্য পিনাকী চক্রবর্তী নিজে উপস্থিত থেকে আদিবাসী পরিবারগুলোর হাতে এই উপহার তুলে দেন। এদিন তাঁর সঙ্গে ছিলেন লোবা অঞ্চলের অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এই মানবিক উদ্যোগে আদিবাসী মানুষদের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়ে বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে।