কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ পুরসভার আমার পাড়া আমার সমাধান কর্মসূচি, উপস্থিত SDO
মুখ্যমন্ত্রীর ঘোষনার পর ২রা জুলাই থেকে শুরু হল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। শনিবার দুপুরে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে শুরু হলো এই কর্মসূচি পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংশুক মাইতি, পৌরপ্রধান রাম নিবাস সাহা,উপ পৌরপ্রধান ঈশ্বর রজক,থানার আইসি দেবব্রত মূখার্জি সহ অন্যরা।