নলহাটি ১: ডেঙ্গু প্রতিরোধের জন্য ভিআরপিদের নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ মিটিং নলহাটি ১ নম্বর ব্লক এ বিডিও অফিসে
আজ মঙ্গলবার ১৭ই জুন বেলা একটা থেকে তিনটে পর্যন্ত নলহাটি এক নম্বর ব্লকে এলাকার সমস্ত ভিআরপিদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধের একটি বিশেষ মিটিং এর আয়োজন করা হয়েছিল নলহাটি 1 নম্বর ব্লকের বিডিও অফিসে। এই অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল ডেঙ্গু যাতে সমাজে না ছড়াতে পারে , সেই বিষয়ে কি কি করণীয় সে বিষয়ে আলোচনা করা হয়। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিল নলহাটি 1 নম্বর ব্লকের বিডিও সৌরভ মেহতা, নলহাটি 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সভাপতি আসাদুজ্জামান।