মাদারিহাট: শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত জলমগ্ন বীরপাড়ার একাধিক এলাকা
জলমগ্ন বীরপাড়ার একাধিক এলাকা। শনিবার গভীর রাত থেকে প্রবল বৃষ্টিতে কলেজপাড়া সুভাষপল্লী বীরবিটির বাড়ি বাড়ি জল ঢুকতে থাকে। রাস্তা দিয়ে প্রবল বেগে বইতে থাকে জলস্রোত। রবিবার দুপুরবেলা পর্যন্ত বিভিন্ন এলাকায় জল দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। রান্নাঘরে জল ঢুকে যাওয়ায় অনেকের বাড়িতে হাঁড়ি চড়েনি। ভুক্তভোগীরা জানান বৃষ্টি হলেই বীরপাড়া বিভিন্ন এলাকায় জল দাঁড়িয়ে যায়। রবিবারও জলমগ্ন পরিস্থিতি নিয়ে এলাকার বেহাল নিকাশি দায়ি করেছেন ভুক্তভোগীরা।