সহায়ক মূল্যে ধান কেনায় দুর্নীতি অভিযোগ গলসি ১নং ব্লকের পারাজে।পারাজ পঞ্চায়েতের সরকারী সহায়ক মূল্য ধান ক্রয় কেন্দ্রে বড়সড় দুর্নীতির অভিযোগ তুললেন স্থানীয় কৃষকরা। পঞ্চায়েতের সিপিসি ক্যাম্পে মেদিনীপুরের ১২ চাকা ধান গাড়িকে আটক করল কয়েকশো কৃষক। পাশাপাশি সিপিসি ক্যাম্পের দ্বায়িত্বে থাকা খাদ্য দপ্তরের দুই আধিকারিক সহ ও মিলের ম্যানেজার ও এক কর্মীকে পঞ্চায়েতে আটকে রাখেন ক্ষুব্ধ কৃষকরা।