বাসন্তী: বাসন্তীর চড়াবিদ্যা গ্রামে পূজো মন্ডপের ভিড় এ বছরের মাদুরের থিম, উপস্থিত ছিলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা বিধায়ক শ্যামল মন্ডল ছিল। বাসন্তীতে গ্রাম বাংলায় ফুটিয়ে তুলেছে মাদুরের থিম। বাসন্তী ব্লকের চড়াবিদ্যা স্বামী বিবেকানন্দ সংঘের পুজো মন্ডপ ২৫ তম বছরে পদার্পণ করল। মাদুর,দড়ি,কাঁচের চামচ,দিয়ে মন্ডপ সজ্জা। প্রতিমা এসেছে কুমোরটুলি। বাসন্তী প্রত্যন্ত গ্রামে পুজোয় মেতে উঠেছ দক্ষিণ ২৪ পরগনা।প্রচুর মানুষের ঢল নামে পূজো মণ্ডপে। সোমবার বিকেল পাঁচটায় উপস্থিত ছিলেন বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল।