কোচবিহার ১: রেল গ্রুপটির বাসিন্দাদের বাজি ফোটাতে বারণ করা হয়েছে, মারধরের কোন ঘটনা ঘটেনি কোচবিহারে বললেন পুলিশ সুপার
গতকাল রাতে শিশু ও মহিলারা বাজির ফোটাতে থাকলে অতর্কিত পুলিশ সুপার এসে তাদের মারধর করে বলে অভিযোগ তুলে কোচবিহার শহরের রেল ঘুমটি এলাকার বাসিন্দারা। যদিও এ প্রসঙ্গে পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানান, গতকাল অনেক রাত হয়ে গেলেও ওই এলাকার বাসিন্দারা বাজি ফোটাচ্ছিল জন্য তাদের বারণ করা হয়েছে। মারধরের কোন ঘটনা ঘটেনি। এ প্রসঙ্গে পুলিশ সুপার কি জানিয়েছে শুনে নেব