শালবনি: শালবনিতে ফের পাথরি ধান জমিতে নামল হাতির দল, সতর্ক করা হলো এলাকাবাসীকে
ফের শালবনীতে হাতির দল. আজ রবিবার বিকেলে জঙ্গল থেকে বেরিয়ে শালবনীতে ধান জমিতে নামল হাতির দল. শালবনীর পাথরী এলাকার ঘটনা. সালবনির পীড়াকাটা রেঞ্জের অন্তর্গত ভীমশোল বিটের পাথরী এলাকায় জঙ্গলে ক'দিন ধরেই তাণ্ডব চালাচ্ছে হাতির দল। এদিন বিকেল প্রায় চারটে নাগাদ ফের হাতির দল জঙ্গল পেরিয়ে নেমে পড়ে ধান জমিতে। বনদপ্তরের তরফে এলাকার সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। সেই সাথে বনদপ্তরের তরফে প্রচেষ্টা চালানো হচ্ছে হাতির দলটিকে অন্যত্র সরানোর।