রতুয়া ২: আবারো ভিন রাজ্যে কাজে গিয়ে শ্রমিকের মৃত্যু, অসহায় হয়ে পড়েছে অচিনতোলা এলাকার ওই শ্রমিকের পরিবার
Ratua 2, Maldah | Sep 17, 2025 চার নাবালক সন্তানের পিতা পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ঘটনায় শোকের ছায়া পরিবারে। মৃত শ্রমিকের নাম তাজামুল হক।বাড়ি মালদার পুখুরিয়া থানার অন্তর্গত পীরগাঁ অচিনতলায়।প্রায় দুই মাস আগে হায়দ্রাবাদে টাওয়ারের কাজে যান। গত রবিবার রাত্রে হটাৎ অসুস্থতা।সোমবার সকাল হাসপাতালে মৃত্যুর খবর বাড়িতে আসে।মঙ্গলবার বিকেল নাগাদ মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।ছেলের অকাল মৃত্যুতে বাড়িতে নেমেছে শোকের ছায়া।মৃত তাজামুলের বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা মা ওস্ত্রী চার নাবালক সন্তান।