সন্দেশখালি ১: হুলোপাড়া এলাকায় আহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে আসলেন বিধায়ক সুকুমার মাহাতো ও তৃণমূলের ব্লক সভাপতিরা
শনিবার দুপুর বারোটা নাগাদ হুলোপাড়া এলাকায় আহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে আসলেন বিধায়ক ও তৃণমূলের ব্লক সভাপতিরা গত কয়েকদিন আগে সন্দেশখালি ১ নম্বর ব্লকের বয়াররমারি হুলোপাড়া এলাকার তপসেল জমাদার নামে এক পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় গিয়েছিলেন কাজ করতে। টাটা স্টেশনে নামার সঙ্গে সঙ্গে বাংলায় কথা বলার জন্য তাকে বেধড়ক মারধর করে বেশ কিছু যুবকেরা। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এই ঘটনা জানার সঙ্গে সঙ্গে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো মুখ্যমন্ত