ওন্দা: নাকাইজুড়িতে বিজেপি বিধায়ক হাত ধরে তৃণমূল উপপ্রধান এর স্বামী তৃণমূল থেকে ভারতীয় জনতা পার্টি তে যোগদান করলেন
Onda, Bankura | Oct 11, 2025 আজ নাকাইজুড়ি অঞ্চলের তৃনমূল উপপ্রধান এর স্বামী সহ জগবন্ধু দাস , সহ নিতাই ঘোষ, জগন্নাথ দাস, পরিতোষ ঘোষ, সঞ্জয় ঘোষ, কান্ত ঘোষ, ও নাড়ুগোপাল ধুলিয়া সহ আরো চল্লিশ টি পরিবার তৃনমূল থেকে ভারতীয় জনতা পার্টি তে যোগদান করলেন। আজ ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা হাত ধরে দলীয় পতাকা হাতে নিয়ে তৃণমূল থেকে ভারতীয় জনতা পার্টি তে যোগদান করলেন।