বলাগড়: দশ মাস আগে ঘুরে গেছে কেন্দ্রীয় দল, এখনো গঙ্গা ভাঙ্গন নিয়ে দুশ্চিন্তা কাটেনি বলাগড় বাসীদের
দশ মাস আগে ঘুরে গেছে কেন্দ্রীয় দল, এখনো গঙ্গা ভাঙ্গন নিয়ে দুশ্চিন্তা কাটেনি বলাগড় বাসীর, আজ বুধবার বিকেল চারটে নাগাদ এমনই ছবি হুগলির বলাগড়ে। কথায় আছে নদীর পাড়ে বাস চিন্তা বারো মাস। গঙ্গার ভাঙ্গন কতটা ভয়ংকর হতে পারে তা বলাগড়ে না এলে বোঝা যায় না।জমি ভিটেমাটি সব চলে গেছে গঙ্গার জলে। পিচে রাস্তা ভেঙ্গে বাড়ির উঠোনে চলে এসেছে গঙ্গা।কখন অবশিষ্ট বাড়িটাও গঙ্গায় নেমে যায় সেই দুশ্চিন্তা নিয়েই দিন কাটছে গ্রামবাসীদের। গত লোকসভা ভোটে জেতার পর হুগলির,