পুরুলিয়া ২: পুরুলিয়া তৈরি মাটির লক্ষ্মী গণেশের চাহিদা তুঙ্গে চকবাজারে বিক্রি হচ্ছে পুরোদমে
ধনতেরাসের দিন লক্ষ্মী গণেশের চাহিদা তুঙ্গে পুরুলিয়ার চকবাজার এলাকায়। পুরুলিয়া তৈরি শিল্পীদের লক্ষ্মী গণেশ বিক্রি হচ্ছে পুরোদমে পুরুলিয়ার বাজার গুলিতে। চাহিদাও রয়েছে যথেষ্ট।