বিনপুর ১: লালগড়ের অজনাশুলিতে অজানা জন্তুর পায়ের ছাপ কে কেন্দ্র করে ফের বাঘের আতঙ্ক
লালগড়ে অজানা জন্তুর পায়ের ছাপ কে কেন্দ্র করে ফের বাঘের আতঙ্ক। বৃহস্পতিবার সকালে লালগড় রেঞ্জের ভাউদি বিটের অজনাশুলি গ্রামে বাঘের পায়ের ছাপের মত এক অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসীরা। বিষয়টি বনদপ্তরকে জানালে ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা পৌঁছায় এবং পায়ের ছাপটিকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে নয় থেকে দশ সেন্টিমিটার লম্বা রয়েছে পায়ের ছাপটি।