বেপরোয়া গতিতে গাড়ী চালানো ও রাস্তায় ওপর গাড়ি কে ধাক্কা মারার অভিযোগ, শান্তিপুর থেকে গ্রেফতার গাড়ি চালক। সূত্রের খবর, সোমবার রাতে শান্তিপুরে 12 নম্বর জাতীয় সড়কে একটি পণ্যবাহী লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ছোট গাড়িতে ধাক্কা মারে। ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্থ হয় ছোট গাড়িটি। আর এর পরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্থ গাড়ী দুটি আটক করে পুলিশ। গ্রেফতার হয় লড়ির চালক।