হরিশ্চন্দ্রপুর ২: ঝাঁটা হাতে দলীয় নেতৃত্বকে সাথে নিয়ে হরিশ্চন্দ্রপুর রেলস্টেশনে হাজির বিজেপি সাংসদ
উৎসবের দিনে সর্বত্র পরিষ্কার-পরিচ্ছন্ন বজায় রাখার বার্তাকে সামনে রেখে বিজেপির সাংসদ খগেন মুর্মুর উপস্থিতিতে হরিশ্চন্দ্রপুর রেলস্টেশনে সাফায় অভিযান কর্মসূচি চালানো হলো। সেবা পক্ষকাল কর্মসূচির অঙ্গ হিসাবে হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন চত্বর প্লাটফর্ম সর্বত্রই ঝাঁটা হাতে পরিস্কার পরিচ্ছন্ন করতে দেখা গেল সাংসদকে। উৎসবের দিনগুলো সকল প্রান্তের মানুষের ভালোভাবে কাটুক।সুস্থ-সবল থাকতে পরিষ্কার-পরিচ্ছন্ন স্বচ্ছতা বজায় রাখুক সেই সমস্ত বার্তা রেখে এলের কর্মসূচি সংসদের।