খাতড়া: খাতড়া শহরে আতঙ্ক: ৮ ফুট লম্বা অজগর উদ্ধার
Khatra, Bankura | Sep 21, 2025 খাতড়া বাজারের জনবসতিপূর্ণ এলাকা থেকে উদ্ধার হল বিশাল অজগর। দৈর্ঘ্যে প্রায় ৮ ফুট, ওজনে প্রায় ১৫ কেজি—জনবসতির মধ্যে ধরা পড়তেই আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থল খাতড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বুলা সেনের বাড়ি। রাতের অন্ধকারে পরিবারের নজরে আসে সাপটি। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জড়ো হয়। পুলিশ ও বনদপ্তরের কর্মীরা দ্রুত এসে বিশেষ সতর্কতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করে। কিছুক্ষণ পর্যবেক্ষণের পর আজ সকালে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।