ইছাপুর মেটাল এন্ড স্টিল ফ্যাক্টরি জায়গা দখল করে গত বেশ কয়েক বছর ধরে 50 টিরও বেশি পরিবার রয়েছে ইছাপুরে সেই সমস্ত জায়গা দখলমুক্ত করতে মঙ্গলবার সেনা বাহিনীকে সাথে নিয়ে এলাকায় উপস্থিত হন ইছাপুর মেটাল এন্ড স্টিল ফ্যাক্টরির আধিকারিকেরা ঘর ভাঙ্গার কাজ শুরু হতেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান উত্তর ব্যারাকপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পৌর মাতা তথা উপ পৌরপ্রধান শ্রীপর্ণা রায় তিনি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সাথে এরপর ইছাপুর মেটাল এন্ড স্টিল ফ্যাক্টরির আধি