সাব্রুম: মনুঘাটে ডিডব্লিউএস দপ্তরের ১৬ লক্ষ টাকা ব্যায়িত একটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন দক্ষিন জেলা পরিষদের সভাধিপতি
মনুঘাটে ডিডব্লিউএস দপ্তরের ১৬ লক্ষ টাকা ব্যায়িত একটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন দক্ষিন জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য আধিকারিক। ১৫ সেপ্টেম্বর বেলা ২ ঘটিকায় এই প্রকল্পটি পরিদর্শন করেন।জানা যায় মনুঘাট বাজারে জনগনের সুবিধার্থে TREDAসংস্হা থেকে সোলার প্ল্যান্টের মাধ্যমে পানীয়জল এর একটি ১৬ লক্ষ টাকার প্রজেক্ট করা হয়।এই প্রজেক্টের ফলে মনুঘাট বাজারে পানীয় জলের সমস্যা দুর হবেজলের গুনগত মান ঠিক আছে কিনা তৎক্ষনাৎ DWSকে পরীক্ষা করতে নির্দেশ দেন