চোপড়া: পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি মৃতদেহ শনিবার পৌঁছাল চোপড়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব বক্সিভিটা গ্রামে
পরিযায়ী শ্রমিকের কফিনবন্দি মৃতদেহ শনিবার পৌঁছাল চোপড়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব বক্সিভিটা গ্রামে। মৃত শ্রমিকের নাম জহিরুল হক (৪০)। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জহিরুল হক দীর্ঘদিন ধরে পাঞ্জাবের লুধিয়ানায় রিক্সা ও টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি দু'মাস আগেও বাড়ি থেকে তিনি সেখানে কাজ করতে গিয়েছিলেন। গত বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ পরিবারের সঙ্গে তাঁর শেষ কথা হয়। এর দেড় ঘণ্টা পরেই একটি ফোন মারফত পরি