রঘুনাথপুর ১: রামকানালী গ্রামে গলায় দড়ির ফাঁস লাগিয়ে রেলকর্মীর মৃত্যু,PMএর পর দেহ গ্রামে ফিরতেই শোকের ছায়া
মানসিক অবসাদে গলায় দড়ির ফাঁস লাগিয়ে মৃত্যু হল এক রেল কর্মীর।মৃত বছর 57র ঐ রেল কর্মীর নাম শ্যামল কুমার ব্যানার্জী। তার বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত রামকানালি গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়,শ্যামল বাবু অন্যান্য দিনের মত বৃহস্পতিবার রাত্রে ঘুমিয়ে ছিল। শুক্রবার সকালে সে ঘুম থেকে উঠছে না দেখে পরিবারের আত্মীয়রা তার শোবার ঘরে গিয়ে দেখে বাড়ির সিলিং ফ্যানের সাথে দড়ির ফাঁস লাগানো অবস্হায় সে ঝুলছে।