বিনপুর ১: বাঁদনা পরব উপলক্ষে রাত্রি জাগরণ ও তারপর লেহাগি তে মাতলেন লালগড়ের আদিবাসী মূলনিবাসী মানুষ
বাঁদনা পরব উপলক্ষে রাত্রি জাগরণ ও তারপর লেহাগি তে মাতলেন লালগড়ের আদিবাসী মূলনিবাসী মানুষ। মঙ্গলবার সকাল নাগাদ বিনপুর ১ ব্লক অর্থাৎ লালগড় ব্লকের কেন্দডাঙ্গা গ্ৰামে আহিরা গান গেয়ে ধাঁঙ্গড়িয়ার দল অর্থাৎ এলাকার যুবকরা ঘর ঘর গিয়ে লেহাগি অর্থাৎ অহিরা পালন করেন। ঐতিহ্যবাহী এই পরবে মেতে ওঠেন এলাকার ৮-৮০ প্রত্যেকেই।