জলপাইগুড়ি: ১৭৭০ কিলোমিটার দন্ডি কেটে কেদারনাথের পথে দুই ভাই!জলপাইগুড়িতে দিলেন শান্তি ও মানব কল্যাণের বার্তা
১৭৭০ কিলোমিটার দন্ডি কেটে বাবা ভোলানাথের দর্শনে — কেদারনাথের পথে দুই ভাই! আসামের বারপেতা জেলার বিছামারি গ্রামের দুই ভাই দেশের শান্তি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে পড়ার উদ্দেশ্যে এক অনন্য যাত্রা শুরু করেছেন। তাঁদের মধ্যে প্রাঞ্জল মণ্ডল এখন একাই দন্ডি কেটে বাবা ভোলানাথের দর্শনের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন কেদারনাথের পথে।অবিশ্বাস্য হলেও সত্যি—এই যাত্রার দূরত্ব প্রায় ১৭৭০ কিলোমিটার! ইতিমধ্যেই ৭৬ দিন ধরে পথে রয়েছেন প্রাঞ্জল, এবং তাঁর মতে এখনও প্রায় ৩০০ দিনেরও বে