তমলুক: ২০২৬শের বিধানসভা নির্বাচনের পূর্বে বিরোধী দলনেতার জেলায় BJPতে বড় ভাঙন আজ হাঁসচড়ায় ৫০টি পরিবার তৃণমূলে
পূর্ব মেদিনীপুর জেলার চন্ডিপুর বিধানসভার হাঁসচড়ায় তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযুষ কান্তি পণ্ডা,জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ব্লক সভাপতি স্নেহাংশু শেখর পন্ডিতের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে আজ BJPর যুব মোর্চার নেতৃত্ব সহ BJPর ৫০টি পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা ধরলো। উল্লেখ গতকাল ভগবানপুরের ৬টি পরিবার BJP ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে। খেজুরীর সংখ্যালঘু এলাকায় ভুল বুঝিয়ে BJPতে যোগ পরে ফের তারা জেলা যুব নেতা জালাল উদ্দিন খ