একশদিনের কাজ চালু, অঞ্চলভিত্তিক নায্য মূল্যের ধান ক্রয় কেন্দ্র সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগামী ১০ নভেম্বর জেলাশাসক দপ্তর অভিযানের ডাক দিয়েছে সিপিএম। সেই কর্মসূচিকে সামনে রেখে প্রস্তুতি শুরু করল সিপিআই। বুধবার ব্লকের আড়শা পূর্ব এরিয়া কমিটির চাটুহাঁসা অঞ্চলে দলীয় বৈঠক। পাশাপাশি ধাদকিডি ও হেরোডি বুথে মিছিল। দলীয় সূত্রে জানা গিয়েছে, কর্মসূচিতে সাধারণ মানুষের সমস্যা ও স্থানীয় দাবিগুলিকে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।