বিনপুর ১: হাতির তান্ডব লালগড় রেঞ্জে,ফসল নষ্টের আশঙ্কায় মাথায় হাত কৃষকদের
হাতির তান্ডব লালগড় রেঞ্জে। রবিবার দুপুর আনুমানিক আড়াইটা নাগাদ লালগড় রেঞ্জ এলাকায় খাবারের সন্ধানে ঢুকে পড়ে প্রায় ৫-৬ টি হাতির একটি দল। জঙ্গল লাগোয়া ধান চাষের জমিতে ঢুকে যায় হাতির দল। ধান খেয়ে ও পায়ের তলায় মাড়িয়ে ক্ষতি করে প্রায় ৪ কাঠা জমির ধান। ফসল নষ্টের আশঙ্কায় মাথায় হাত এলাকার কৃষকদের।