রায়গঞ্জ: ফাঁস দিয়ে আত্মঘাতী ২৫ বছরের যুবক, এলাকায় শোক ও চাঞ্চল্য,দেহ ময়না তদন্ত রায়গঞ্জ মেডিকেলে ঘটনার তদন্তে পুলিশ
রায়গঞ্জ থানার রূপাহারে মানসিকভাবে অসুস্থ এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় মৃতের নাম রহিম মোহাম্মদ (২৫)। শুক্রবার বিকেলে ফাঁকা বাড়িতে আত্মঘাতী হয় সে। কিছুক্ষণ পর মা ঘরে এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সাহায্যে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন ধরেই তাঁর মানসিক অসুস্থতার চিকিৎসা চলছিল বলে পরিবার দাবি করেছে।