মথুরাপুর ২: গিলেরছাট অঞ্চলের মহিলা সংঘের ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস
মথুরাপুর দু নম্বর ব্লকের গিলেরছাট অঞ্চলের আজ মহিলা সংঘের ভোট প্রক্রিয়ার কাজ শুরু হয় এই ভোট প্রক্রিয়ায় ১৩ টি আসনের মধ্যে 12 টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস ।এই জয় লাভের পর কর্মীদেরকে নিয়ে আনন্দে উল্লাসে মাতেন জেলা পরিষদ সদস্য উদয় হালদার ও মথুরাপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রশান্ত সরকার ও পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মদক্ষ প্রতিমা ভূইয়া খা সহ গিলেরছাট অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন মথুর