হাঁসখালি: রাজ্য সড়ক আটকীয়ে কালী পূজার নাম করে গাড়ী থেকে বল পূর্বক চাঁদা আদায়ের অভিযোগ, বাদকুল্লা থেকে গ্রেফতার 2 যুবক
রাজ্য সড়ক আটকীয়ে কালী পূজার নাম করে গাড়ী থেকে বল পূর্বক চাঁদা আদায়ের অভিযোগ, বাদকুল্লা থেকে 2 যুবককে গ্রেফতার করলো তাহেরপুর থানার পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার রাতে তাহেরপুর পুলিশ গোপন সূত্রে খবর পায়, বাদকুল্লা এলাকায় রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়কে গাড়ি আটকিয়ে কালী পূজার নাম করে বলপূর্বক চাঁদা আদায় করছে কিছু যুবক। এর পরই তাহেরপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ দেখে চাঁদা আদায়কারীরা পালানোর চেষ্টা করলে 2 জনকে ধরে ফেলে পুলিশ।