মগরাহাট ১: পনের দাবিতে নিজের স্ত্রীকে মারধর করার অভিযোগে মালঞ্চ এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে উস্তি থানার পুলিশ
পনের দাবীতে নিজের থেকে মারধর করার অভিযোগে উস্তি থানার অন্তর্গত মালঞ্চ এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে উস্তি থানার পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তিকে সোমবার দুপুরে ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করে উস্তি থানার পুলিশ।