মথুরাপুর ২: রায়দিঘি আমরা রক্তযোদ্ধা গ্রুপের পক্ষ থেকে অনাথ ও থ্যালাসেমিয়া রোগীদের পূজোর উপহার সরূপ নতুন বস্ত্র প্রদান করা হয়
রায়দিঘী "আমরা রক্ত যোদ্ধা"- গ্রুপের পক্ষ থেকে আজ অর্থাৎ শনিবার বেলা ১১ঃ৪০ মিনিট নাগাদ রায়দিঘি গ্রামীণ হাসপাতাল মিটিং হলে পুজোর উপহারস্বরূপ নতুন বস্ত্র প্রদানের আয়োজন করেন রায়দিঘী আমরা রক্ত যুদ্ধ গ্রুপের সদস্যরা। জানা যায় প্রায় শতাধিক বিশেষ চাহিদা পুণ্য অনাথ ও থ্যালাসেমিয়া শিশুদের "পূজার উপহার স্বরূপ নতুন বস্ত্র তুলে দেওয়া হয় । উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা রায়দীঘি গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা ও নার্স রা আর আপনারা সেই ছব