ওন্দা: অষ্টমীর রাতে স্বামী স্ত্রী যুগলের মৃতদেহ উদ্ধার করলো ওন্দা থানার পুলিশ, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
Onda, Bankura | Oct 1, 2025 অষ্টমীর রাতে ভাড়া বাড়ির দরজা ভেঙে যুগলের মৃতদেহ উদ্ধার করলো ওন্দা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় ওই ভাড়াটিয়া যুগল স্বামী স্ত্রী। ঘটনাটি ওন্দা থানার রামসাগর এলাকা। বাড়ির মালিক জানাই মৃত 2 জন স্বামী স্ত্রী পরিচয় দিয়ে এক মাস আগে ভাড়া নেন, তারা আধার কার্ড জেরক্স কপি জমা দিয়েছিলেন। তাদের আসল বাড়ি দক্ষিণ 24 পরগনার। মৃত যুগল নামে রাজেশ গোস্বামী 30 বছর, রূপালী গোস্বামী 28।