কাঁকসা: প্রায় ৭০০বছরের প্রাচীন মানকরের বড় কালি,রীতি মেনে কাঁধে করে হয় গ্রাম প্রদক্ষিণ,মহা ধুমধামে সম্পন্ন হলো দেবীর নিরঞ্জন পর্ব
প্রায় ৭০০ বছর ধরে মহা ধুমধামে কালীপুজোর আয়োজন হয়ে আসছে বুদবুদের মানকরে। প্রায় ৭০০ বছর ধরে গ্রামের ভট্টাচার্য পরিবারের কালীপুজোর আয়োজন করা হয়। দেবী কালী এখানে বড়কালী হিসাবেই পরিচিত। মহা ধুমধামে পুজোর আয়োজনের পাশাপাশি এই পূজার বিসর্জন পর্বও একটু ভিন্ন। এই পুজোয় দেবীকে বিসর্জনের দিন গ্রামের মানুষরা কাঁধে করে নিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ করে। বিসর্জনের সময় ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। কয়েক হাজার মানুষ এই বিসর্জনের অনুষ্ঠানে যোগদান করেন।