আলিপুরদুয়ার ২: ভাটিবাড়িতে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং চেয়ারম্যান পদ নিয়ে ধোঁয়াশা দলীয় কর্মীদের মধ্যেই
আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকের ভাটিবাড়ী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি এবং অঞ্চল চেয়ারম্যান পদ নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো। এমনটাই জানা গেছে বৃহস্পতিবার বিকেলে। গত ২৫ শে সেপ্টেম্বর আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাটিবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির নাম ঘোষনা করা হয় দলীয় ভাবে।পরপর দুটি তালিকা প্রকাশিত হওয়ার পর জেলার নেতৃত্ব বিষয়টি স্থগিত রাখার নির্দেশ দেয় মোবাইল মারফত।