রাজ্য সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সম্পাদক ইমরান হোসেনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় আত্ম মানবতার সেবার লক্ষ্যে বিনামূল্যে আধুনিক চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো আজ ১১ই জানুয়ারি ২০২৬ সকাল দশটা নাগাদ ধোকরা প্রাইমারি স্কুল চত্বরে | এই সময় উপস্থিত ছিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতিপ অনসূয়া মণ্ডল, শিক্ষা কর্মাধ্যক্ষ ব্রজ গোপাল বিশ্বাস ,পূর্তেরকর্মাধ্যক্ষ মল্লিকা গোস্বামী স্থানীয় প্রধান বর্ণালী সরকার উপপ্রধান ইউনুস হোসেন থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী ওহাব