২৮ ডিসেম্বর শুরু হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব ২০২৫-২৬ ।আজও হীরক রাজার দেশ জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবের জন্য প্রহর গোনে মানুষ । পাহাড়ের পাদদেশে অবস্থিত সত্যজিৎ রায় মঞ্চে ২০তম ২০২৫-২০২৬ জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। তার মাঝেই ২৫শে ডিসেম্বর বড়দিনের আবহে পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় ও তার পাদদেশে রঘুনাথপুর কলেজের NSS ইউনিট ও রঘুনাথপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে জয়চণ্ডী পাহাড়ে করা হলো সাফাই অভিযান।