মঙ্গলবার বীরভূম সফরে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বীরভূমে এসে অনুব্রত মণ্ডল কে সঙ্গে নিয়েই দীর্ঘক্ষণ ঘোরাঘুরি ও তাঁর গাড়িতে চড়েই অনুব্রত মণ্ডল মল্লারপুর পর্যন্ত গিয়েছেন বলে দাবি তোলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আর সে নিয়েই জেলা পরিষদের সভাধিপতি তথা নানুরের তৃণমূল নেতা কাজল শেখ আজ অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় বাসাপাড়া দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যাকে নিয়ে এই কথা উঠেছ।