কালনা ২: আরবেলিয়ায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বিষ খেয়ে আত্মঘাতী যুগল, প্রথমে স্ত্রীর মৃত্যু, পরে মৃত্যু হল স্বামীর
স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য জেরে দুজনে বিষ খেয়ে আত্মঘাতী. প্রথমে স্ত্রীর মৃত্যু পরবর্তী সময় চিকিৎসারত অবস্থায় স্বামীরও মৃত্যু হল আজ সোমবার ভোরে কালনা মহকুমা হসপিটালে। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম মহাদেব মান্ডি (২৯)। তার বাড়ি আর বেলিয়ালিয়া এলাকায়। চলতি মাছের ৪ তারিখ স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে বিষ খেয়ে নেন দুজনে। দুজনকেই ভর্তি করা হয় কালনা মহকুমা হসপিটালে। গত বৃহস্পতিবার স্ত্রী চন্দনা মান্ডির মৃত্যু হয় কালনা হসপিটালে।