রামনগর ২: রামনগরের হামিরপুরে আচমকা ভেঙে পড়লো ব্রিজ, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, চাঞ্চল্য এলাকায়
এবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে আচমকা ভেঙে পড়লো ব্রিজ। আজ রাত্রি নটা নাগাদ আচমকা ভেঙে পড়ে। রামনগর দুই ব্লকের অন্তর্গত হারিমপুরে অবস্থিত এই ব্রিজটি আচমকা ভেঙে পড়ে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জেলার খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্রসহ অন্যান্যরা। জানা গেছে ব্রিজের ছয়টি পিলার ভেঙে পড়ে। যার ফলে এই ধরনের দুর্ঘটনা। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই।