রাজারহাট: শনিবার বিকালে মেঘলা ও আর্দ্র পরিবেশে থাকবে কলকাতা–নিউটাউনের আকাশচিত্র
শনিবার বিকালে মেঘলা ও আর্দ্র পরিবেশে থাকবে কলকাতা–নিউটাউনের আকাশচিত্র মেঘে ঢাকা নভেম্বরের শুরু, কলকাতায় আর্দ্রতার দাপট।নভেম্বরের প্রথম দিনেও শহর জুড়ে গরমের ছোঁয়া। সকাল থেকেই মেঘলা আকাশ, রোদ–বৃষ্টি লুকোচুরি খেলছে কলকাতা ও পার্শ্ববর্তী নিউটাউন–রাজারহাটে। শনিবার বিকেল চারটে নাগাদ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ শনিবার বিকেলের পর থেকে শহরের কিছু এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।।